চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদিতে অবৈধ অবস্থানকারীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দেয়া হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সেখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সহযোগিতার কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু কোম্পানি অথবা মুয়াসাসাতে কর্মরত বাংলাদেশি নাগরিকদের যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফেরত যেতে পারছেন না তারা জাওয়াজাতের সহযোগিতায় এক্সিট ভিসা (খুরুজ নেহায়া) সংগ্রহ করে দেশে যেতে পারবেন।

সেজন্য শর্তসমূহ হলো
১. জেদ্দায় অবস্থিত কোম্পানি অথবা মুয়াসসাসার কর্মীগণ জেদ্দার কনস্যুলেটে আবেদন করবেন।
২. আমেল মানজিলি (বাড়ির গৃহকর্মী) বা সায়েক খাস (নিয়োগ কর্তার ব্যক্তিগত চালক) এ কার্যক্রমের আওতাভুক্ত নয়।
৩. কর্মীর ইকামা হয় নাই বা ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে (একমাস বা তার অধিক)।
৪. কর্মীর উপর হুরুপ/কর্মস্থল থেকে পলাতক কেস (মামলা) নেই।
৫. দেশে ফিরতে বাধা দেয় এমন কোন কেস (মামলা) কর্মীর ওপর নেই।
৬. কর্মীর কোন বকেয়া বেতন ভাতা দাবি নেই।
৭. কর্মীর নামে কোন গাড়ি নেই, ট্রাফিক জরিমানা থাকলে তা আবেদনের পূর্বেই পরিশোধ করতে হবে। ৮. কর্মীর অধীনে পরিবার (স্ত্রী-সন্তান) থাকলে তাদের ইকামা ফি কর্মীকেই পরিশোধ করতে হবে।
৯. কর্মীকে এক্সিট ভিসা পাওয়া মাত্রই নিজ খরচে ১৫ দিনের মধ্যে দেশে ফিরতে হবে।

স্বদেশে ফেরার জন্য করণীয়
১. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় আবেদনপত্র দাখিল করতে হবে। (প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (শুক্রবার,শনিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতিত)
২. আবেদনের সাথে পাসপোর্ট ও ইকামার ফটোকপি জমা দিতে হবে।
৩. এক্সিট ভিসা অনলাইনে দেখা যাবে, কোন পেপার দেয়া হবে না, যাদের আবশির আছে তারা ম্যাসেজ পাবেন, যাদের আবশির নেই তারা অনলাইনে চেক করে জেনে নিবেন।
৪. যাদের মেয়াদসহ মূল পাসপোর্ট আছে তারা নিজ খরচে টিকেট সংগ্রহ করে সরাসরি সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
৫. যাদের মেয়াদসহ/মেয়াদহীন মূল পাসপোর্ট নেই তারা কনস্যুলার টিম থেকে আউটপাস নিয়ে নিজ খরচে টিকেট সংগ্রহ করে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। 

এ বিষয়ে বিনামূল্যে ৮০০২৪৪০০৫১ নম্বরে (শুক্র, শনি ও অন্যান্য ছুটির দিন ব্যতীত) যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।