চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সোমবারের পরীক্ষা ৩০ নভেম্বর

২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বরে নেওয়া হয়েছে। সোমবার জামায়াতের দেওয়া হরতালের কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।

মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় শনিবার রাতে কার্যকর করা হয়। এর প্রতিবাদে আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে দলটি।

ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে রোববার থেকে শুরু হয়েছে ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টায় পরীক্ষা শেষ হবে।

আগামী ২৯ নভেম্বর গণিত পরীক্ষা দিয়ে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো।

এবারের সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫শ’ ১৪ জন।