চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৈয়দ শামসুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম মানুষকে অনুপ্রাণিত করবে। বাংলা একাডেমিতে সৈয়দ শামসুল হকের স্মরণসভায় বক্তারা বলেছেন, একজন শামসুল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে শুক্রবার স্মরণসভার আয়োজন করে বাংলা একাডেমি ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

স্মরণসভায় প্রয়াত কবিকে স্মরণ করেন বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, সৈয়দ শামসুল হকের সাহিত্য কর্ম সমাজে বহুদিন আলো ছড়াবে। সৈয়দ শামসুল হকের জীবনী থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।