চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেরা দল ফ্রান্স, সেরা খেলোয়াড় জোকোভিচ

লরিয়াস অ্যাওয়ার্ড

টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল তারা। অথচ লরিয়াস অ্যাওয়ার্ডে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের পেছনে ফেলে সম্মানজনক অ্যাওয়ার্ডটি দখলে নিয়েছে বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবল দল!

মোনাকোতে হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের হাতে অ্যাওয়ার্ডের ট্রফি তুলে দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো। গত বছর রাশিয়া বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হয় লা ব্লুজরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফ্রান্সের সেরা হওয়া কিংবা রিয়ালের ঘরে অ্যাওয়ার্ড না যাওয়াতে অবশ্য বিস্ময়ের কিছু নেই। মূলত বিশ্বকাপ জয়ী দলগুলোর হাতেই পরের বছর লরিয়াস অ্যাওয়ার্ড উঠেছে। ব্রাজিল (২০০৩), ইতালি (২০০৭), স্পেন (২০১১) ও জার্মানির (২০১৫) ধারাই বজায় রেখেছে ফ্রান্স।

রিয়ালের হতাশার শেষ এখানেই নয়। দলের মতো সংক্ষিপ্ত তালিকায় থাকার পরও লরিয়াস বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতা হয়নি লুকা মদ্রিচের। ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা ক্রোয়েট মিডফিল্ডারকে পেছনে ঠেলে সেরা খেলোয়াড় হয়েছেন টানা তিন গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।