চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেন্সরে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’

শুটিং, সম্পাদনা, ডাবিংসহ যাবতীয় কাজ শেষে ‘পাপ-পুণ্য’ যাচ্ছে সেন্সরে…

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’র পর তৃতীয় ছবি ‘পাপ-পুণ্য’-এর শুটিং শেষ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নবাগতা শাহনাজ সুমি অভিনীত এ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে মুক্তির শেষ প্রস্তুতি।

তার আগে পার হতে হবে চলচ্চিত্র সেন্সর বোর্ডের চৌকাঠ। তাই শুটিং, সম্পাদনা, ডাবিংসহ যাবতীয় কাজ শেষে ‘পাপ-পুণ্য’ যাচ্ছে সেন্সরে।

আগামি সপ্তাহেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘পাপ-পুণ্য’ সেন্সরে জমা দেয়া হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, সেন্সর থেকে মুক্তির অনুমতি পেলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে ‘পাপ-পুণ্য’ মুক্তির পরিকল্পনা করা হবে। দেশে করোনার সংক্রমণ না এলে এতোদিনে এ ছবি মুক্তি পেয়ে যেত।

মুক্তির আগে জোর প্রচারণায় নামার আভাস দিলেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বললেন, চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ-পুণ্য’র মতো। আগে দুটি ছবি বানিয়েছি সেখান থেকে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো। তাই প্রচারণায় কোনো কমতি থাকবে না। সেন্সর ছাড়পত্র পেলে লুক, টিজার, ট্রেলার উন্মুক্ত হবে।

‘পাপ-পুণ্য’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি প্রমুখ।