চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সেক্রেটারি পদে সমকামীকে মনোনয়ন দিলেন ওবামা

মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে প্রথম কোন সমকামীকে বাহিনীর সেক্রেটারি পদের জন্য মনোনিত করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পদের জন্য মনোনিত হয়েছেন সমকামী এরিক ফ্যানিং।

সমকামীদের অধিকার এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমকামীদের নিয়োগ নিয়ে বহু দিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন ফ্যানিং। নিজেও কাজ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। গত ২৫ বছর ধরে কংগ্রেস এবং পেন্টাগনের বিভিন্ন দায়িত্ব সামলানো ফ্যানিং ছিলেন নিরাপত্তা সচিব অ্যাশ কার্টারের বিশেষ সচিব এবং চিফ অব স্টাফ।

তার মনোনয়নের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বহু দিন ধরেই বিভিন্নি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এরিক। তার অভিজ্ঞতাও প্রচুর। আশা করি নতুন ভূমিকাও তিনি সঠিক ভাবেই পালন করবেন।”

সরাসরি নিরাপত্তা সচিবের তত্ত্বাবধানে মার্কিন বাহিনীর এই পদটি একটি অরাজনৈতিক পদ। বাহিনীর আন্ডার সেক্রেটারি হিসাবে কাজ করা ফ্যানিংয়ের জাতীয় নিরাপত্তা বিষয়ে দক্ষতা রয়েছে।

এরিকের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন পেন্টাগনের প্রধান কার্টার। তার মতে, “ফ্যানিং এলে বাহিনী আরও শক্তিশালী হবে।”