চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রথমবারের মতো সুপ্রিমকোর্ট দিবসে আইনজীবীদের রক্তদান কর্মসূচি

প্রথমবারের মতো ‘সুপ্রিমকোর্ট দিবস’ পালন উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা।

সুপ্রিম কোর্ট চত্ত্বরে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বেলুন উড়িয়ে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা বলেন, সুপ্রিমকোর্ট দিবসে রক্তদান কর্মসুচি খুবই আশাব্যঞ্জক ঘটনা। প্রতিমাসে আইনজীবী সমিতির উচিত এমন রক্তদান কর্মসূচির আয়োজন করা।

এ সময় উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমদু হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা।

গত ২৫ অক্টোবর ফুলকোর্ট সভার সিদ্ধান্ত হয় যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যে দিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর)। সেইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। তবে এছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত থাকায় ২ জানুয়ারি ২০১৮ সালের এই দিবসটি পালন করার ঘোষণা করা হয়।