চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুপারমম বাঘিনীর মোট সন্তান ৪০টি

নতুন চারটি শিশুসহ সুপারমম বাঘিনী মোট ৪০টি সন্তানের মা হলো। মধ্য প্রদেশের পেঞ্চ ন্যাশনাল পার্কে ঘটেছে এই ঘটনা। ‘কলারওয়ালি’ নামের এই বাঘিনী সবচেয়ে বেশি প্রজননক্ষমতাসম্পন্ন বাঘ।

বাঘিনীটির ঘাড়ের কাছে কালো দাগ দেখে সেখানকার দর্শনার্থীরাই বাঘটিকে এই নাম দিয়েছে।

সেখানকার এক কর্মকর্তা জানিয়েছে, বাঘিনীর সন্তানেরা ছোট ছোট কিন্তু সবারই শরীরের অবস্থা ভালো।

কলারওয়ালি বাঘিনীকে পেঞ্চ ন্যাশনাল পার্কের রানী বা পেঞ্চ রাজকন্যা নামেও ডাকা হয়। ২০০৮ সালের মে মাসে প্রথম ৩টি সন্তানের জন্ম দেয় কলারওয়ালি। কিন্তু নতুন মা হওয়ায় তাদের সে প্রাকৃতিক পরিবেশের হাত থেকে রক্ষা করতে পারেনি। তিনটি সন্তানই মৃত্যুবরণ করে ২৪ দিনের মধ্যে।

এরপর ওই বছরের অক্টোবরে সে দ্বিতীয়বারের মতো সন্তান প্রসব করে ৪টি। সেগুলো বেঁচে যায়। এরপর ধীরে ধীরে ৪০ টি সন্তানের মা হয় কলারওয়ালি। পেঞ্চ পার্কে এখন ৬০টি প্রাপ্তবয়স্ক বাঘ রয়েছে।