চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সুদের হার কমায় আরো অস্থির চীনা পুঁজিবাজার

লেনদেন ও সূচকে চরম অস্থিরতা এবং উঠানামার মধ্য দিয়ে শেষ হলো চীনা পুঁজিবাজারের আরেকটি দিন। সুদের হার কমানোর পর থেকে বাজারে অস্থিরতা দেখা দেয়।

দিনশেষে দেশটির প্রধান শেয়ারবাজার সাংহাই কম্পোজিট আগের দিনের চেয়ে আরো ১.১ শতাংশ কমে ২ হাজার ৯শ’ ২৯ পয়েন্টে দাঁড়ায়। এ নিয়ে মাত্র এক সপ্তাহে চীনের শেয়ারবাজারে সূচকের পতন হলো ১৬ শতাংশ।

টানা দরপতন ঠেকিয়ে শেয়ারবাজার চাঙ্গা করতে মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য পিপলস ব্যাংক অব চায়না মূল সুদের হার ০.২৫ ভাগ কমিয়ে ৪.৬ শতাংশ নির্ধারণ করে। সুদের হারের সঙ্গে ব্যাংকের রিজার্ভও ০.৫ শতাংশ কমিয়ে বুধবার থেকে কার্যকর করা হয়। চীন সুদের হার কমানোর ঘোষণা দেওয়ার পরই লন্ডনে শেয়ারবাজারের সূচক এক লাফে ৩.৩ শতাংশ বেড়ে যায় এবং জার্মানিতে তা বাড়ে ৪.৪ শতাংশ।

গত কয়েকদিনে চীনে শেয়ারবাজারের নাটকীয় দরপতন ও লেনদেনে অস্থিরতার ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা কমে যায় এবং এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পুঁজিবাজারে ক্রমাগত ধস নামতে থাকে।