চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীতাকুণ্ডের জঙ্গিদের লাশ গ্রহণ করেনি পরিবার, বেওয়ারিশ হিসেবে দাফন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি কামাল উদ্দিন ও তার স্ত্রী জোবায়রা এবং  তাদের শিশু সন্তানের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর ফলে বেওয়ারিশ হিসেবে নিহত জঙ্গিদের লাশ দাফন করা হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে নিহতদের লাশ গ্রহণে পরিবার লিখিতভাবে অস্বীকৃতি জানালে নিহজ জঙ্গিদের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে তারাই লাশগুলো বেওয়ারিশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর চৈতন্যগলি কবরস্থানে দাফন করে।

গত ১৫ মার্চ বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দুই জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পরে সীতাকুণ্ডের প্রেমতলার ছায়ানীড় নামের একটি বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের নেতৃত্বে শুরু হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’।

এতে নব্য জেএমবির এক নারীসহ চার জঙ্গি নিহত হয়। সেখান থেকে পরে এক শিশুর মৃতদেহও উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখানে ড্রাম ড্রাম তরল বিস্ফোরক ও বোমা পাওয়া যায়।