চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিলেটের আতিয়া মহলে নিহত নারী জঙ্গির পরিচয় সনাক্ত

সিলেটের শিববাড়ি এলাকার আতিয়ামহলে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টেয়াইলাইটে’ নিহত নারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। ওই নারী জঙ্গির নাম মনজিয়ারা পারভীন ওরফে মর্জিনা বলে ডিএনএ টেস্টে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আতিয়া মহলের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার তদন্ত করা পিবিআই সিলেটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সারওয়ার জাহান বলেন, ডিএনএ টেস্টে কেবল মনজিয়ারা পারভীন পরিচয় সনাক্ত করা গেছে। মর্জিনা নামে পরিচিত এ নারী জঙ্গি চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমিনের বোন।

তবে আর কারো পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে জঙ্গী আস্তানায়  অপারেশন ‘টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে সেনাবাহিনী।

প্রায় ১১১ ঘণ্টার সেনাবাহিনীর কমান্ডোদের অপারেশনে ওই ভবন থেকে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এদের মধ্যে একজন নব্য জেএমবি নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা ও তার স্ত্রী মর্জিনার বলে ধারণা করেছিল পুলিশ।