চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরাজগঞ্জে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত

শিক্ষা কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ২শ’ ২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অধ্যয়ন করছে এই বিদ্যালয়গুলোতে।

সেই সাথে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়মুখী করতে চিকিৎসা সেবাসহ সচেতনতামূলক নানা কার্যক্রম গ্রহন করা হয়েছে।

বেলকুচি উপজেলার কে সি শালদাইর প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অধ্যয়ন করছে। অন্যান্য শিক্ষার্থীদের মত এরাও আসে বিদ্যালয়ে। তবে কেউ আসে হুইল চেয়ারে, কেউ বা বাবা-মার কোলে চড়ে। সব কিছুই শিখানো হয় এদের। বিশেষ ভাবে গড়ে তোলা হয়েছে বিদ্যালয়গুলো। দিন দিনই বাড়ছে এই বিশেষ চহিদা সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ।

বর্তমানে উপজেলার ২টি ইউনিয়নে ৪২১ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে চিহ্নিত করে বিভিন্ন ধরনের উপকরণ সহ নানাভবে সহায়তা করছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার নামে একটি বেসরকারী সংগঠন।

তৃণমূল পর্যায়ে এ ধরনের কার্যক্রম দেশের অন্যান্য স্থানেও স্থাপন করতে পারে দৃষ্টান্ত।

ফেরদৌস রবিনের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত: