চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিরাজগঞ্জের তাড়াশে ব্রিজের অভাবে কৃষকের ভোগান্তি

ফেরদৌস রবীন, সিরাজগঞ্জ প্রতিনিধি: একটি ব্রিজ না থাকায় সিরাজগঞ্জে তাড়াশের একাংশের জনসাধারণ পোহাচ্ছেন চরম দুর্ভোগ। বর্ষাকালে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও কৃষিপণ্য পরিবহনে গুনতে হয় অতিরিক্ত অর্থ।

তাড়াশ উপজেলার চলনবিল অধ্যুষিত এই হামকুয়রা খানপাড়া গ্রামটিতে প্রায় ১ হাজার কৃষক পরিবারের বসবাস। গ্রামের পাশেই হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক। কিন্তু সড়কের সাথে গ্রামটির যোগাযোগ আটকে আছে একটি সেতু না থাকার কারণে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, বর্ষাকালে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরী করা হলেও বৃদ্ধ, শিশু আর রোগী নিয়ে চলাচল খুবই ঝুকিপূর্ণ। নৌ পথে কৃষিপন্য পরিবহনেও রয়েছে নানা ভোগান্তি।

এল, জি ই ডির নির্বাহী প্রকৌশলী এলাকাটি পরিদর্শন শেষে জানিয়েছেন শিগগিরই ব্রীজ নির্মানের উদ্যোগে নেয়ার কথা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট: