চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে: রুবেল

৫ থেকে ৭ দিনে শুটিং করে যেসব কনটেন্ট নির্মাণের হিড়িক পড়েছে সেগুলো অনেকেই সিনেমা নামে চালিয়ে দিচ্ছে। এসব কনটেন্ট কখনোই পরিপূর্ণ সিনেমা নয়। এমনটাই মনে করেন চিত্রনায়ক রুবেল।

তিনি বলেন, এত অল্পদিনের শুটিংয়ে কোনোদিনই সিনেমা করা সম্ভব নয়। যারা এগুলো করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এগুলো সিনেমা নয়। সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে।

এফডিসিতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এখনকার সিনেমা প্রসঙ্গে নায়ক রুবেল এমন মন্তব্য করে বলেন, সিনেমা বিশাল বড় ব্যাপার। ৩ দিনে স্ক্রিপ্ট তৈরি করে ৭ দিনে শুটিং করে পরবর্তীতে মুক্তি দিলে সেটি সিনেমা নয়। ওয়েব নির্ভর কাজ হতে পারে।

চিত্রনায়ক রুবেল ১৬টি আলোচিত সিনেমা পরিচালনা করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বাঘের থাবা, মায়ের জন্য যুদ্ধ, বিচ্ছু বাহিনী, প্রবেশ নিষেধ, টর্নেডো কামাল।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, যখন সিনেমা তৈরি করতাম কমপক্ষে ৩ মাস গল্প স্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম। অনেক স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ৭ বার সংশোধন করেও বাদ দিয়েছি।

‘ইউটিউবের ব্যবহার বেড়ে যাওয়ায় এখন সবাই পরিচালক, শিল্পী হয়ে যাচ্ছেন। এটা লাস্টিং করবে না। তলানিতে নিয়ে যাবে’, বলেন রুবেল।

২০২১ সালে আধুনিক সিনেমা হলের বিকল্প নেই উল্লেখ করে রুবেল বলেন, এখন সবাই ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া কেনাকাটার পর বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমা দেখতে চায়। সেজন্য হলের আধুনিক পরিবেশ দরকার। সিনেমা হলের পরিবেশ যদি আবার ফিরিয়ে আনা যায় আমি বিশ্বাস করি মানুষ আবার সিনেমা হলে গিয়ে সুস্থ ধারার সিনেমা উপভোগ করবে।