চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করা হবে: সাদ্দাম হোসেন

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে ডাকসু ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকালে টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে নির্বাচনের তারিখ পরিবর্তন করার আহ্বান জানানো হয়। ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,নির্বাচনের তারিখ যদি পরিবর্তন করা না হয় শুধুমাত্র বিবৃতি নয় শুধুমাত্র স্মারকলিপি দেয়া নয় শুধুমাত্র মানবন্ধন করা নয় আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে। প্রয়োজনে রাজু ভাস্কর্য থেকে মানববন্ধন নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।