চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিঙ্গাপুরে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে শিশুরা

সিঙ্গাপুরে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় দেশটির রাজধানী সিঙ্গাপুর সিটির বেশিরভাগ স্কুল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

নতুন এ ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় করোনার ভ্যারিয়েন্টের মিল রয়েছে বলে মনে করা হচ্ছে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে: ভারতীয় ধরনের মতো করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুরে। ভাইরাসটি শিশুদেরও আক্রান্ত করছে। করোনাভাইরাসের কিছু কিছু ধরন বেশি মারাত্মক এবং তারা ছোট ছোট শিশুদেরকেও আক্রান্ত করছে।

তবে আক্রান্ত শিশুদের কেউই গুরুতর অসুস্থ নয় এবং তাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে। করোনার বি-১৬১৭ স্ট্রেইনটি শিশুদেরকে বেশি সংক্রমিত করছে। তবে এখন পর্যন্ত কজন শিশু আক্রান্ত হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।