চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সালাহকে রামোস সম্মান করেন, ভয় পান না

রিয়াল অধিনায়ক সার্জিও রামোস লিভারপুলের মোহামেদ সালাহকে এতটুকু ভয় পাচ্ছেন না। তিনি জানিয়েছেন, লিভারপুল তারকার জন্য তার সম্মান আছে, তাই বলে তাকে আলাদা গুরুত্ব দিতে নারাজ।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ২৬ মে মুখোমুখি হবে দুই দল। তার আগে একে-অপরকে ঘিরে জমে উঠেছে কথার লড়াই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বায়ার্নকে বিদায় করে ফাইনালে উঠে আসা রিয়ালের অধিনায়ক রামোস মনে করছেন, শিরোপার দৌড়ে লিভারপুলের থেকে তার দল এগিয়ে। এই প্রতিযোগিতার টানা তৃতীয় শিরোপা জয়ে দলের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।

লিভারপুলের সালাহ এই মৌসুমে দুরন্ত গতিতে ছুটছেন। ৪৯ ম্যাচে ৪৩টি গোল করে ফেলেছেন। এমন একজন খেলোয়াড়কে আলাদা গুরুত্ব দিতে নারাজ রামোস। শুক্রবার তিনি বলেন, ‘আমরা দেখেছি সালাহ এই মৌসুমে কী করতে পারে। কিন্তু সে আমাদের কাছে লিভারপুলের অন্য খেলোয়াড়দের মতোই গুরুত্ব পাবে।’

রামোস ডিফেন্ডার হওয়ায় সালাহ’র সঙ্গে তার লড়াইটাই বেশি চোখে পড়বে। সেই লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে রামোস প্রস্তুত, ‘ক্যারিয়ারজুড়ে আমি বিশ্বসেরা ফরোয়ার্ডদের মুখোমুখি হয়েছি। যাদের মধ্যে কয়েকজন এযাবত কালের সেরাদের ভেতর পড়ে। আমার জন্য তাই ভয়ের কিছু নেই। অবশ্যই সম্মান থাকবে, কিন্তু কখনো ভয় নয়।’