চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সালাউদ্দিন কাদেরের আপিলের রায় আগামীকাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় আগামীকাল ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দেশে না থাকার যুক্তি বিবেচনায় নিয়ে আসামি খালাস পাবে বলে আশা প্রকাশ করেছে আসামিপক্ষ।

ফাঁসির দাবিতে সোচ্চার সংগঠনগুলোর বক্তব্য আদালত অবমাননার সামিল বলে দাবি করেন তারা। তবে আসামির দণ্ড বহাল থাকার আশা প্রকাশ করে এটর্নি জেনারেল আসামিপক্ষের দাবিকে বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল বলে মন্তব্য করেন।

গণহত্যা, হত্যার ৪ অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। একই সাথে গণহত্যা, হত্যার আরও ৩ অভিযোগে ২০ বছর করে এবং নির্যাতনের ২ অভিযোগে ৫ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাকে।

এর বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী আপিল করলে শুনানি শেষ হয় ৭ জুলাই। এরপর যুক্তি উপস্থান করে রাষ্ট্রপক্ষ।

২০১২ সালের ডিসেম্বরে অন্য একটি মামলায় গ্রেফতার হলেও একই বছরের ৩০ ডিসেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।