চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিনেমার হিরোইজম থাকবেই: সালমান

সালমান খান মনে করেন সিনেমায় হিরোইজম থাকবেই। কারণ দর্শকরা সিনেমা দেখে মন ভালো করে হল থেকে বের হতে চায়। তবে সিনেমা ভালো না হলে কোনো তারকার পক্ষেই দর্শককে হলে টানা সম্ভব নয়।

গত শুক্রবার মুক্তি পেয়েছে সালমানের ‘দাবাং থ্রি।’ অশান্ত ভারতেও ছবিটি ৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। ‘নাচ, গান অ্যাকশনে ভরপুর এই ছবিতে সালমানের চরিত্র কিছুটা রবিন হুডের মতো। চরিত্রের নাম নাম চুলবুল পাণ্ডে।

এর আগে ‘ওয়ান্টেড’, ‘কিক’, ‘ভারত’, ‘দাবাং’ সিনেমাতেও সালমানের হিরোইজম দেখা গেছে। সালমান বলেন, ‘ভক্তরা মন ভালো করে হল থেকে বের হতে চায়। আসলে তারা সিনেমায় আমার জাদু দেখতে পছন্দ করে।’

সালমান মনে করেন, সিনেমার হিরোইজম কখনোই আবেদন হারাবে না। হিরোইজম থাকবেই। তবে হিরোইজমের মাত্রা বেড়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সিনেমার গল্পের সঙ্গে ভারসাম্য রাখতে হবে।

সালমান বর্তমানে ব্যস্ত আছেন ‘রাঁধে’ ছবির শুটিং নিয়ে। এছাড়াও তার হাতে আছে ‘কিক টু’ এবং ‘ভেটেরান।’ ইন্ডিয়ান এক্সপ্রেস