চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শুক্রবার শাহবাগে প্রতিবাদ সমাবেশ

ব্র্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর শাহাবাগে এক সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এতে লেখক-শিল্পী-সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের নাগরিকরা অংশ গ্রহণ করবেন।

সমাবেশ ও মশাল মিছিলে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকার কর্মি সুলতানা কামাল, খুশী কবীর, অধ্যাপক আনু মুহাম্মদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গত শুক্রবার ব্রাহ্মনবাড়িয়ার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

রোববার ওই ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা বেশ কয়েকটি মন্দিরে প্রতীমাও ভাঙচুর করে।