চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘সাফ আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট’র প্রথম আয়োজক হবে বাংলাদেশ

প্রথমবারের মতো ‘সাফ আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। কক্সবাজারে সপ্তম রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে আয়োজকদের এমন স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পরিবার পরিজন নিয়ে এবারের বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেন সাবেক ফুটবলাররা। এই মিলন মেলাই বলে দেয় রানার চ্যানেল আই বিচ ফুটবল নিয়ে কতটা উচ্ছ্বসিত তারা। আয়োজনের ধারাবাহিকতায় সীগাল-পয়েন্টে ৭ম আসরের উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতার কথাও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে আয়োজকরা তুলে ধরেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টার কথা।

২টি গ্রুপে ৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরেও। এ টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের প্রতি আগ্রহী হবে পরবর্তী প্রজন্ম এমনটাই প্রত্যাশা সাবেকদের।

উদ্বোধনী দিনে হ্যাটট্রিক করেছেন মোহামেডান মাস্টার্সের আলফাজ আহমেদ। আর জয় দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান ও আবাহনী মাস্টার্স।

বিস্তারিত দেখুন আদিল আহমেদ শানের ভিডিও প্রতিবেদনে: