চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাত দিনে ৮৩,৮৩৪,৫০০,০০০ টাকা আয় করতে পারে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের ২২তম ছবি অ্যাভেঞ্জারস: এন্ডগেম সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত ১৬৯ মিলিয়ন ডলার আয় করেছে বিশ্বব্যাপী। ধারণা করা হচ্ছে অতীতের সব ছবির রেকর্ড ভেঙ্গে দিয়ে এক সপ্তাহে সিনেমাটি আয় করবে এক বিলিয়ন ডলার। অর্থাৎ ৮৩,৮৩৪,৫০০,০০০ টাকা।

ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী অ্যাভেঞ্জারস: এন্ডগেম ছবিটি ফ্রান্সে ৬ মিলিয়ন, অস্ট্রেলিয়ায় ৭ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ায় ৮.৪ মিলিয়ন এবং চিনে ১০৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে। ধারণা করা হচ্ছে অ্যাভেঞ্জারস: এন্ডগেম ছবিটির আয় জেমস ক্যামেরন এর ‘অ্যাভাটার’ সিনেমাটিকেও ছাড়িয়ে যাবে।

৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। এটিই মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো এবং জো রুশো। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবি এটি। তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমা। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস