চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাগরদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে

কক্সবাজারের সাগর দ্বীপ কুতুবদিয়াতে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেছেন, সাগরদস্যুরা পুলিশের হাত থেকে বাঁচতে চাইলে বা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে।

বুধবার দুপুরে কুতুবদিয়া থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, কক্সবাজারের উপকূলকে নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ। দস্যুরা উপকূলে আসলেই তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হবে। অন্যথায় দস্যুসহ কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. রেজাউল করিম।