চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকিবদের খেলা বর্জনের ঘোষণায় ‘ষড়যন্ত্র’ দেখছেন বিসিবি সভাপতি

‘সব দাবি মেনে নেব, এজন্য ওরা এখনও আমাদের কাছে আসেনি’

বোর্ডের কাছে দাবি পেশ না করেই ক্রিকেটারদের খেলা বন্ধের ঘোষণাকে একটি মহলের ষড়যন্ত্রের অংশ মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিডিয়ার কাছে দেশের শীর্ষ ক্রিকেটারদের ১১ দফা দাবি উত্থাপন ও ধর্মঘট ডাকার ২৪ ঘণ্টার মধ্যেই বোর্ড পরিচালকদের নিয়ে মঙ্গলবার সভায় বসেন বিসিবি সভাপতি। পরে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান বোর্ডের ভাবনার কথা।

‘ক্রিকেটারদের যেসব দাবি সেটা আমাদের কাছে বললে আমরা এমনিতেই মেনে নিতাম, এই কারণেই তারা আমাদের কাছে আসেননি, হয়ত আসবেও না। ফোন ধরে না, কেটে দেয়। এর পেছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। তা না হলে খেলা বন্ধ করে দিত না।’

‘ক্রিকেট উন্নয়নের নামে তারা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যারা এর পেছনে আছে তারা তাদের দিক থেকে অনেকটাই সফল। তারা যেসব দাবি তুলেছে তা নিয়ে আগে থেকেই কাজ চলছে। সব দাবি মেনে নেব, এজন্য ওরা এখনও আমাদের কাছে আসেনি।’ বলেন নাজমুল হাসান।