চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকলাইনকে হটিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্ধর্ষ বোলিংয়ে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ১০ ওভার বল করে এক মেডেনসহ ৪৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ম্যাচে ১৫ রানের জয় পায় অজিরা।

দল জেতানো বোলিংয়ের দিনে একটি নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন স্টার্ক। ওয়ানডে ম্যাচে দ্রুততম ১৫০ উইকেট নেয়ার নজির গড়েছেন বাঁহাতি পেসার। এক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন পাকিস্তানের সাকলাইন মুশতাকের রেকর্ড।

৭৮ ম্যাচে ১৫০ উইকেট তুলে এতোদিন দ্রুততম রেকর্ডটি ছিল সাকলাইনের দখলে। স্টার্ক সেটা ভেঙে দেন এক ম্যাচ কম খেলে। ক্যারিয়ারের ৭৭তম ওয়ানডেতে ১৫০-এর ঘর ছুঁয়ে ফেরেন অজি স্পিডস্টার।

ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি তোলার সময়ও সাকলাইনের রেকর্ড ভেঙেছিলেন স্টার্ক। ২০১৬তে ৫২ ম্যাচে ১০০ উইকেট তুলে নেন তিনি। সাকলাইন ১০০ উইকেট নিয়েছিলেন ৫৩ ম্যাচে। তবে গত বছর স্টার্কের উইকেট নেয়ার সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন আফগানিস্তানের রশিদ খান। মাত্র ৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন আফগান সুপারস্টার।

৭৭ ওয়ানডে খেলে স্টার্কের সংগ্রহ এখন ১৫১ উইকেট। সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট।