চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথ কোরিয়ায় বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত স্থগিত করলেন কিম জং উন

সাউথ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করেছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

সম্প্রতি সাউথ কোরিয়ার পক্ষ থেকে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে নেতিবাচক প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায় দুই দেশের মধ্যে। এসময় নর্থ কোরিয়া সরকার সাউথ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেয়।

মূলত দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধে ব্যর্থতার কারণেই সিউলের সমালোচনা করে এই হুমকি দিয়েছিলো নর্থ কোরিয়া। এই উত্তেজনার মধ্যে নর্থ কোরিয়ার পক্ষ থেকে আন্ত:কোরিয়ান সীমান্তের অবনমিত অঞ্চলে (ডিএমজেড) সেনা পাঠানোর হুমকি দেওয়া হয়েছিলো।

তবে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সভাপতিত্বে এক বৈঠকে এ সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে নর্থ কোরিয়া।

তবে এই উত্তেজনার মধ্যেই সীমান্তবর্তী শহর ক্যাসংয়ে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেয় সাউথ কোরিয়া।

মূলত সিউলের সঙ্গে যৌথ উদ্যোগে এই লিয়াজোঁ অফিসটি নির্মাণ করেছিলো পিয়ংইয়ং।

কোরিয়া উপদ্বীপের উত্তেজনা নতুন নয়। দীর্ঘ বছর ধরে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত বিরাজমান। কখনো তা বৃদ্ধি পায় কখনো কমে। কিন্তু দুদেশের মধ্যকার স্বার্থগত দ্বন্দ্ব থেমে নেই।