চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাইবেরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৯

সাইবেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩ জন।

শনিবার দেশটির তদন্ত কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ২২ জন আরোহী নিয়ে একটি এমআই-৮ হেলিকপ্টার নোভি উরেঙ্গোয় নগরীর বাইরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৯ জন।

তদন্ত কর্মকর্তারা বলেন, হেলিকপ্টারটি সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চল থেকে ইয়ামালো নেনেৎস্কি অঞ্চলের উরেঙ্গোয় যাওয়ার পথে বিধ্বস্ত হয়। শুক্রবার গ্রিনিচ মান সময় বেলা দু’টো থেকে তিনটার মধ্যে ঘটনাটি ঘটে।

সাইবেরিয়ার জরুরি ঘটনা বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা জানিয়েছে, তারা শুক্রবার নোভি উরেঙ্গোয় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি হেলিকপ্টার আছড়ে পড়ার খবর পায়।

খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদেরকে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, আহতদের নোবি উরেঙ্গোয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তাদের ধারণা নিরাপত্তা বিধি লংঘন করায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কারিগরি ত্রুটি বা বৈরি আবহাওয়ার কারণেও এটা হতে পারে।