চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাংগঠনিক পর্যায়ে সর্বোচ্চ ৫ জন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবে

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মহান শহীদ দিবস বা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ ৫ এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন কেন্দ্রীয় শহীদ মিনারে একসঙ্গে শ্রদ্ধা জানাতে পারবেন।

সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। সে বিষয়ে গণমাধ্যমকে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরী সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, করোনার প্রকোপ কমে গেলেও পরিস্থিতি এখনও অনুকূলে নয়। তাই সবাইকেই স্বাস্থ্যবিধি মানতে হবে।

উপাচার্য বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ম মেনে আসতে হবে। সবারই দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ মানুষদের জন্য শ্রদ্ধার্ঘ জানাতে ভিন্ন আয়োজন আছে জানিয়ে উপাচার্য বলেন, শ্রদ্ধার্ঘ জানাতে স্বেচ্ছাসেবীরা তাদের বাড়তি সুযোগ করে দেবেন।