চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় এমপি-ইউএনও’র বিরুদ্ধে থানায় অভিযোগ

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতাল উচ্ছেদের সময় হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় এমপি এবং ২ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫ থেকে ৬ শ’ জনকে আসামী করে আরো একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ঘটনার ২০ দিন পর সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষে থমাস হেমরম নামের একজন বাদী হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ জমা দেন।

মামলায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউএনও আব্দুল হান্নান, চিনিকলের এমডি আব্দুল আউয়াল, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এবং কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

থমাস হেমরমের সঙ্গে ছিলো আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, নিজেরা করি এবং এএলআরডি’র মতো সংগঠনগুলোর ১০ সদস্যের প্রতিনিধিদল। পুলিশের পক্ষে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার অভিযোগপত্রটি গ্রহণ করেন।