চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সর্বোচ্চ আয় মেসির, দুইয়ে রোনালদো, পরে নেইমার

করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে ফুটবল বন্ধ। বিষণ্ণ সময়টাতে লিওনেল মেসির জন্য সুখবর। বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলার হয়েছেন বার্সেলোনা অধিনায়ক। দুইয়ে যথারীতি জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনে পিএসজি তারকা নেইমার।

সাময়িকী ফ্রান্স ফুটবলের তথ্য অনুযায়ী, এবার ১৩১ মিলিয়ন ইউরো কামাই করবেন মেসি। যার মধ্যে বেতন, বোনাস ও বিজ্ঞাপন থেকে আয়ও অন্তর্ভুক্ত।

জুভেন্টাসের রোনালদোর আয় হবে ১১৮ মিলিয়ন ইউরো, গত বছরের আয়ের থেকে যা ৫ মিলিয়ন ইউরো বেশি। নেইমার পাবেন ৯৫ মিলিয়ন ইউরো। আগেরবারের তুলনায় তার আয় বেড়েছে ৪.৫ মিলিয়ন বেশি।

ফুটবল কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় করবেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। এবছর তার আয় হবে ৪০.৫ মিলিয়ন ইউরো। দুইয়ে ইন্টার মিলান কোচ অ্যান্টনিও কন্তে, তার আয় ৩০ মিলিয়ন।

মজার বিষয় হচ্ছে শিরোপা জয়ের দিক থেকে এই দুজনের চেয়ে অনেক এগিয়ে থাকলেও বেতনে পিছিয়ে পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কাতালান কোচের কামাই হবে ২৭.৫ মিলিয়ন ইউরো।