চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সরফরাজের ‘অবাধ্যতা’ মনে রেখেছেন ইমরান

তিনি যে কেবল প্রধানমন্ত্রীই নন, একজন বিশ্বকাপজয়ী অধিনায়কও। তাই উত্তরসূরিকে ভালোবেসে দিয়েছিলেন উপদেশ। কিন্তু সরফরাজ আহমেদ সে কথা রাখলেন কই! বিশ্বকাপে ভারত ম্যাচকে নিয়ে ইমরান খানের পরামর্শ না মেনে খানিকটা বেয়াড়াপনা যে করেছেন পাকিস্তান দলপতি, খোঁচা মেরে সেটাই মনে করিয়ে দিলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান!

১৬ জুন বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের কাছে বৃষ্টি আইনে ৮৯ রানে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচের আগে টস জিতলে ব্যাটিং করার জন্য সরফরাজকে পরামর্শ দিয়েছিলেন ইমরান।

সরফরাজ টস জিতলেন ঠিকই, কিন্তু করলেন তার উল্টোটা। সিদ্ধান্ত নিলেন ব্যাট না করার। তাতে পরে ব্যাট করতে নেমে আস্তে আস্তে খেলে রানের ব্যবধানটা আর কাটিয়ে ওঠা হয়নি পাকিস্তানের। আর ম্যাচও হেরে গেল তার দল।

উত্তরসূরির এই কথা না শোনাটা যে ইমরান ভোলেননি সেটা বোঝা গেল সোমবার। এক অনুষ্ঠানে খানিকটা খোঁচার মতো করেই সরফরাজকে উদ্দেশ্য করে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেছেন, ‘টস জেতো আর ব্যাটিং নাও। কখনোই পরে ব্যাট করবে না। এটা মনস্তাত্ত্বিক বিষয়। সারাজীবন এই দ্বিধা তোমাকে তাড়া করে বেড়াবে!’