চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সরকারি পাঠ্যপুস্তক বোঝাই ট্রাক খাদে

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি পাঠ্যপুস্তক বোঝাই ট্রাক খাদে পড়েছে। এতে কয়েক হাজার বই পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেটের কাছে এই ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান: নারায়ণগঞ্জ থেকে সরকারি পাঠ্য বই বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেট পার হলে ট্রাকটি উপজেলার ভিতরে যাওয়ার জন্য পিছনে নেয়ার সময় সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পাঠ্য বইগুলো পুলিশ পাহারায় রাখা হয়।

উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান: দুর্ঘটনার কথা শুনেছি। আজকে ছুটির দিন আমি বাড়ীতে আছি। ক্ষতিগ্রস্তের পরিমাণ সঠিক বলতে পারবো না। তবে আমাদের জন্য বরাদ্দকৃত বই সবগুলোই রিসিভ করেছি।

জানা যায়, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণীর ১ লক্ষ ২১ হাজার ১শত ২০ কপি সরকারী পাঠ্য বই ছিল ওই ট্রাকটিতে। এ দুর্ঘটনায় প্রায় কয়েক হাজার বই ক্ষতিগ্রস্ত হয়।