চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

`সবাই ক্রিকেটের সাথেই থাকবে’

বিশ্বকাপে দেশের সাফল্য এনে দেওয়া টাইগার অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের সবাই ক্রিকেটের সঙ্গে থাকবেন।

শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিশ্বকাপের অভিজ্ঞতা জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, শুরুর বিশ দিন আগেই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ে। প্রথম দিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যে কারণে প্রথম চারটি প্রস্তুতি ম্যাচের হারতে হয়।

এরপরও টাইগার ক্রিকেটারদের প্রতি সমর্থন অব্যহত রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান জাতীয় দলের এ কান্ডারি।

জাতীয় দলে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন মাশরাফি বলেন, প্রতিটি ম্যাচের শেষেই প্রধানমন্ত্রী দলের খোঁজ খবর নিয়েছেন। একই সঙ্গে সামনে আরও ভালো করার জন্য উৎসাহ দিয়েছেন।

দলের প্রতিটি সাফল্যে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের পাশে থেকেছেন বলেও তিনি জানান।

সামনে টাইগারদের ব্যস্ত ক্রিকেট সূচি রয়েছে। ১৭ এপ্রিল পাকিস্তানের পর অস্ট্রেলিয়া, ভারতও বাংলাদেশ সফর করবে।