চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সন্ত্রাসী হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত

সন্ত্রাসীদের গুপ্ত হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে: ওই হামলায় আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওই হামলায় তার নিরাপত্তায় থাকা কর্মীরাও আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাভেদ জারিফ এ হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলা বলে উল্লেখ্য করেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানি বিজ্ঞানীর ব্যবহৃত কালো গাড়ির গ্লাস ছিদ্র করে বুলেট ভেতরে প্রবেশ করেছে। সড়কেও ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। নিরাপত্তা কর্মীদের বরাতে তেহরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে গুলি করে। পরে গাড়িতে বিস্ফোরণ ঘটায়।
ইরানে ২০১০-১২ পরমাণু নিয়ে গবেষণা নিয়োজিত চারজন বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছে। তবে ইরান ওই হত্যাকাণ্ড এর জন্য সবসময় ইসরাইলকে দায়ী করে আসছে। ২০১৮ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এক বক্তব্যে ইরানের আজকের হামলায় নিহত নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ নাম বিশেষভাবে উল্লেখ্য করেন।