চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সড়ক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলে অথনৈতিক উন্নতি করাই সরকারের লক্ষ্য।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের শুভ উদ্বোধন করে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা রেল পথে, নৌপথে, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। তাতে করে দেশে পণ্য পরিবহণ সহজ হবে। আর সেটাই দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে।

এসময় অষ্টগ্রামের পনির সারাদেশে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা করেন তিনি এবং যারা এসব কাজের সঙ্গে জড়িত তারা যেন নায্য মূল্য পায় সেদিকে নজর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী করোনাভাইরাস সম্পর্কে বলেন, করোনা আমাদের যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। সারাবিশ্বে অর্থনীতি স্থবির। বড় বিষয় হচ্ছে এই ভাইরাসের কারণে ছেলেমেয়েদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হয়। তাহলে তারা তাদের পড়াশোনাটা অব্যাহত রাখতে পারবে। ডিজিটাল পদ্ধতিতেই পড়াশোনা চলবে।

বক্তব্যে শিশুদের খেলাধূলা বা খোলা বাতাসে রাখার দিকে অভিভাবকদের নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। বলেন, এই পরিস্থিতিও আমরা জয় করে এগিয়ে যাবো।