চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুন থেকে শুরু হচ্ছে দুপুরের খাবার কর্মসূচি

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুন মাস থেকে শুরু হচ্ছে দুপুরের খাবার কর্মসূচি। প্রাথমিক স্তুরের শিশুদের জন্য দুপুরের খাবার নিশ্চিত করতে সরকারের এমন উদ্যোগ। প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রণালয় বলছেন, এই কর্মসূচির চলমান প্রকল্পগুলোর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ব্যক্তি সহায়তা।

শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে স্বাধীনতার পর থেকেই দারিদ্রপীড়িত স্কুলগুলোতে শুরু হয় বিস্কুট কর্মসূচি।

কর্মসূচির আওতায় বর্তমানে দেশের ৯৩টি উপজেলার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিশুর মাঝে প্রতিদিন বিতরণ করা হয় এক প্যাকেট করে বিস্কুট। প্রতিটি উপজেলায় একাধিক বিদ্যালয়ে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় শিশুদের দেওয়া হয় দুপুরের খাবার। এই কার্যক্রমের মেয়াদ শেষ হবে ২০২০’র ডিসেম্বরে।

এরইমধ্যে ৮০ শতাংশ স্কুলে দুপুরে খাবার বিতরণ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার চালকের আসনে সরকার। তাই এমন বিশাল কর্মযজ্ঞ পরিচালনা সহজ হচ্ছে।

বর্তমানে দেশে ৬৩ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে ২ কোটিরও বেশি শিশু।

আরও বিস্তারিত দেখুন মোস্তফা মল্লিকের ভিডিও রিপোর্ট-