চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংস্কারের অভাবে নীলফামারীর আঞ্চলিক প্রধান সড়কের বেহাল দশা

দীর্ঘদিন সংস্কার না করায় নীলফামারীর ডিমলা-ভাদুরদরগা আঞ্চলিক প্রধান সড়কটির বেহাল দশা। ঝুঁকিপূর্ণ রাস্তায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ। জলঢাকা থেকে ভাদুরদরগা হয়ে টুনির হাট থেকে ডিমলা পর্যন্ত এই সড়কটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এর বর্তমান দশা দেখলে মনে হবে না এটি একটি আঞ্চলিক প্রধান সড়ক।

এই সড়কের সাথে সংযোগ রয়েছে বিভাগীয় শহর রংপুর এবং নীলফামারীর। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত কিংবা সংস্কারের উদ্যোগ নেই। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবহন। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

সড়কটি সংস্কারে দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হয়েছে জানিয়ে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান জানান: গত ২০১৫-১৬ অর্থবছরে এই সড়কটির টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। ৬ কিলোমিটার কাজ করার পর বাকি কাজটুকু করতে ঠিকাদার ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং জরিমানা করে এই কাজটি বাতিল করা হয়। শীঘ্রই দরপত্র আহ্বান করে আবার এই কাজের প্রক্রিয়া শুরু হবে।

তবে দুর্ভোগ কমাতে অঞ্চলিক প্রধান মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।