চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ষোড়শ সংশোধনী রায়ে কিছু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ রয়েছে

আওয়ামী লীগ নেতারা বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণ নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রায়ে কিছু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ রয়েছে বলেও দাবি তাদের।

বুধবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে ষোড়শ সংশোধনী বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, শুরুতেই রায়ের পর্যবেক্ষণ এবং রায় নিয়ে বিএনপি যে ধরনের রাজনীতি করছে তা দুঃখজনক। আমরা সুপ্রিমকোর্টের রায় নিয়ে রাজনীতি করতে চাই না।

“বিএনপি রাজনীতি করছেন কারণ তাদের সামনে আর কোনো খেলা নেই। মাঠে নেই, আন্দোলনে নেই এখন সুপ্রিমকোর্টের রায় নিয়ে রাজনীতি করছে যা একেবারে উচিত নয়।”

রায়ের কিছু পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে দাবি করেন আওয়ামী লীগের আইন সম্পাদক স ম রেজাউল করিম।

তিনি বলেন, এই রায়কে ভর করে রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে ।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গবেষণাও শুরু করেছে আওয়ামী লীগ। গবেষণা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে তারা।