চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

থাইল্যান্ডে এশিয়ান গেমস হকির বাছাইয়ে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ে আসরের সেমিফাইনালে খেলা নিশ্চিত হওয়ার পাশাপাশি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার টিকিটও পেল গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। অষ্টম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন খোরশেদ আলম।

তৃতীয় কোয়ার্টার শেষের আগমুহূর্তে শ্রীলঙ্কার হয়ে ভিপুল গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। শেষ কোয়ার্টারে রোমান সরকারের লক্ষ্যভেদে ৩-১ গোলের জয় তোলে লাল-সবুজের দল।

১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। জিতলে কিংবা ড্র করলেই রেজাউল করিম বাবুর নেতৃত্বাধীন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলবে।

বি-গ্রুপে দুই ম্যাচ জেতা বাংলাদেশের পয়েন্ট ৬। সমান ম্যাচে এক জয় ও এক ড্রয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ৩। ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এক ড্র ও এক হারে পেয়েছে একটি করে পয়েন্ট।