চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কাকে চারশর মধ্যে আটকাতে চায় টাইগাররা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথমদিনের খেলা শেষে ৪ উইকেটে ২৫৮ রান তুলেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ দুই ব্যাটার অপরাজিত থেকে যাওয়ায় এগিয়ে সফরকারীরা। তবে বাংলাদেশের লঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথ মনে করেন সমান অবস্থানে আছে দুই দল।

দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চারশর মধ্যে আটকে ফেলা। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে হেরাথ বললেন, ‘দিনের শুরুতে যত দ্রুত সম্ভব দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ রানের মধ্যে আমরা বেঁধে ফেলতে চাই। আমার মনে হয় প্রথমদিনের খেলা শেষে দুই দলই সহাবস্থানে আছে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দুইশর আগে শ্রীলঙ্কার চার উইকেট তুলে প্রথমদিনটি নিজেদের করে নেয়ার আভাস দিয়েছিল বাংলাদেশ। তিন স্পিনার উইকেট বের করলেও পেসারদের নিষ্প্রভ থাকায় সেটি হয়নি। ৮০ ওভার পর দ্বিতীয় নতুন বল হাতে পেয়েও তারা জ্বলে উঠতে পারেননি।

স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অভিজ্ঞ ডানহাতি ব্যাটারের অপরাজিত থেকে যাওয়া স্বাগতিকদের দুশ্চিন্তার কারণ। ম্যাথুজ ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে অপরাজিত আছেন। ৩৪.৪ ওভার স্থায়ী তাদের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি ৭৫ রানের।