চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শূন্য হাতে ফিরতে হলো তাদের

কানে আসা আগে থেকেই আলোচনায় ছিল কোয়েন্টিন টারান্টিনোর তারকাবহুল সিনেমা ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়া এই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন দর্শক এবং সমালোচকরা। কিন্তু শেষমেশ শূন্য হাতে ফিরতে হলো তাদের।

২১ তারিখ ছিল ছবির প্রিমিয়ার। ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক এবং সমালোচকরা। অনেকেই এই সিনেমাটিকে টারান্টিনোর সেরা ছবি বলেছেন। স্ক্রিনিংয়ে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া এই সিনেমাটি স্বর্ণপাম কিংবা সেরা নির্মাতার পুরস্কার জিতে যেতে পারে, এমনটাই মনে করছিলেন সবাই। কিন্তু শেষমেশ স্বর্ণ পাম পেলো কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। আর ‘দ্য ইয়ং আহমেদ’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিলেন দারদেন ভ্রাতৃদ্বয়। তাই খালি হাতেই ফিরতে হয়েছে টারান্টিনোকে।

অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি টারান্টিনোর এই ক্রাইম থ্রিলার ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড। ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট। ছবিটি থিয়েটারে মুক্তি পাবে ২৬ জুলাই।