চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শুটিং থামিয়ে মিথিলা-সৌরভ স্মরণ করলেন ভাষা শহীদদের

‘মন্টু পাইলট টু’ ছবির শুটিং-এর কারণে এবার একুশে ফেব্রুয়ারিতে দেশে থাকতে পারেননি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তবে শুটিং এর মাঝেই শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন ভাষা শহীদদের।

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় পর্বে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। সামাজিক মাধ্যম ফেসবুকে সৌরভ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গেছে শুটিং সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। বাজছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। এসময়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মিথিলা। কাঁদেন অঝোরে। এসময়ে তাকে সান্ত্বনা দিতে থাকেন সহকর্মীরা।

ভিডিওটির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস। ’

২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় পর্বের শুটিং। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।