চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শীতের সকালে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!

 

শীতের সকালে নতুন এক রূপে ধরা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পুরো ক্যাম্পাসই যেন সেজে উঠে প্রকৃতির অপরূপ সাজে। সেই রূপের কিঞ্চিৎ দৃশ্য পাঠকের জন্য তুলে এনেছে চ্যানেল আই অনলাইন। 

সকালের সোনা রোদের উঁকি তখন ক্যাম্পাসের চারিধারে। স্বল্প কিছু মানুষের আনাগোনা থাকলেও ঘুমিয়ে প্রায় পুরো বিশ্ববিদ্যালয়। তবে জেগে উঠেছে পুরো ক্যাম্পাসের প্রকৃতি।

 

শীতের সকাল

তার কিছুক্ষণ আগেও কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো ক্যাম্পাস। সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে সরে যেতে থাকে কুয়াশার সফেদ পর্দা। জায়গা করে নেয় শীতের সকালের মিষ্টি রোদ।

 

ধীরে ধীরে সোনা রোদে ছেঁয়ে যায় পুরো জাহাঙ্গীরনগর। সূর্যস্নানে বেড়িয়ে পড়েন ক্যাম্পাসের বাসিন্দারা।

 

আনাগোনা বাড়ে মানুষের। মানুষ-প্রকৃতির সাহচর্যে প্রাণচঞ্চল হয়ে উঠে জাহাঙ্গীরনগর।

 

ততোক্ষণে জেগে উঠে ক্যাম্পাসের অতিথিরাও! জাহাঙ্গীরনগরে শীতের সকালগুলোকে সবার আগে মুখরিত করে তোলে এই পরিযায়ী পাখিরা।

 

আচ্ছা, এসব পরিযায়ী পাখিরা কি জাহাঙ্গীরনগরে শীতের সকাল দেখার আমন্ত্রণ জানায়?

হয়তোবা তাই!