চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু রায়ানের আয় ১৮৫ কোটি টাকা

যে বয়সে অন্য শিশুদের সঙ্গে তার খেলে বেড়ানোর কথা, সেখানে সে আয় করছে কোটি টাকা। যার কথা বলা হচ্ছে সে সাত বছর বয়সী শিশু রায়ান, সবচেয়ে বেশি আয় করা ইউটিউব তারকা।

ইউটিউবে খেলনার ভিডিও দেখিয়ে রায়ানের আয় ২২ মিলিয়ন ডলার বা ১৮৫ কোটি টাকা।

বিবিসি জানায়, রায়ানের ইউটিউব চ্যানেলটির নাম ‘রায়ান টয়’স রিভিউ।’ ইউটিউবে খেলনা দেখিয়ে রায়ান সবচেয়ে বেশি আয় করা তারকায় পরিণত হতে চলেছে।

ফোর্বস ম্যাগাজিন ধারণা করছে, আগামী জুন মাসের মধ্যে রায়ানের চ্যানেলটি বর্তমানের সেরা ইউটিউব তারকা জ্যাক পলকে ছাড়িয়ে যাবে। আয়কর বা এজেন্টদের ফি ছাড়া রায়ানের আয় গত বছরের তুলনায় দ্বিগুণে দাঁড়িয়েছে।

২০১৫ সালে রায়ানের মা-বাবা ‘রায়ান টয়’স রিভিউ’ নামে ইউটিউব চ্যানেলটি তৈরি করে। এই চ্যানেলের ভিডিওগুলো এ পর্যন্ত ২৬ বিলিয়ন বার দেখা হয়েছে। এর ফলোয়ার রয়েছে ১৭. ৩ মিলিয়ন বা ১ কোটি ৭৩ লাখ।

এনবিসি চ্যানেল রায়ানের কাছে জানতে চেয়েছিল শিশুরা কেন তার ভিডিওগুলো দেখতে পছন্দ করে? এর জবাবে রায়ান বলে, আমি আনন্দ দিচ্ছি এবং আমি বেশ মজার।