চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু পোড়ানোসহ ৮৬ জনকে হত্যা করেছে বোকো হারাম

নাইজেরিয়ায় শিশু পোড়ানোসহ অন্তত ৮৬ জন মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে স্থানীয় সময় শনিবার রাতে সংগঠনটি সিরিজ হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে।

হামলার পর দালোরি গ্রামে গুলিবিদ্ধ বহু মানুষের মৃতদেহ পরে থাকতে দেখা যায়। এসময় বােকো হারাম ওই গ্রামের একটি শরণার্থী শিবির পুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিলে সেনাবাহিনী এসে রক্ষা করে। ওই শিবিরে আড়াই হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে।

লুকিয়ে প্রাণে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মাইদুগুরি থেকে ৫ কিলোমিটার দূরে শনিবার রাতে দালোরি গ্রামে বোকো হারাম সদস্যরা তাণ্ডব চালায়। প্রায় চার ঘণ্টা ধরে চলে তাদের এ তাণ্ডব। এসময় তারা জীবন্ত শিশুকে পুড়িয়ে মারে। ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় তাদের হাত থেকে বাঁচতে অনেকে দৌড় দিলে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

নাইজেরিয়া জাতীয় জরুরি বিভাগের সমন্বয়ক মোহাম্মেদ কানার বার্তা সংস্থা এপি বলেন, রোববার বিকেল পর্যন্ত তারা ৮৬টি মৃতদেহ উদ্ধার করেছেন। আর মাইদুগুরি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আব্বা মুসা জানান, বোকো হারামের হামলায় অগ্নিদগ্ধ ৬২ জনকে চিকিৎসা দিচ্ছেন তারা।

জঙ্গি সংগঠনটি গত ৬ বছরে নাইজেরিয়ায় হামলা চালিয়ে অন্তত ২০ হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া ঘরছাড়া হয়েছেন আড়াই লাখ মানুষ।