চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

ওয়াসার পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের কোন প্রতিষ্ঠান কতো টাকা ক্ষতিপূরণ দেবে এবং কীভাবে দেবে, তা জানায়নি। পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত নির্দেশনা আদালত পরে জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর শিশুটি উদ্ধারে অবহেলার বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ ডিসেম্বর চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে আইনজীবী আবদুল হালিম রিট আবেদনটি করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে শিশু জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।