চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘শিল্পী-পরিচালক ভালো না হলে কনটেন্ট ভালো হয়ে লাভ নেই’

নেটফ্লিক্সের ‘সিরিয়াস ম্যান’-এর জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনেতা মনে করেন, ভালো কনটেন্ট তৈরির জন্য ভালো শিল্পী প্রয়োজন।

আইএনএনএস-এর সাথে এক আলাপচারিতায় নওয়াজউদ্দিনকে জিজ্ঞেস করা হয়, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো কনটেন্ট নাকি ভালো অভিনয়শিল্পী? উত্তরে নওয়াজ বলেন, ‘আমি মনে করি দুটোই গুরুত্বপূর্ণ।’

অভিনেতা বলেন, ‘অনেক কনটেন্ট তৈরি হয়, তবে নির্মাতা এবং অভিনেতাদের পারফরমেন্সের অভাবে সফলতা পায় না।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘শিল্পী-পরিচালক ভালো না হলে কনটেন্ট যতই ভালো হোক, লাভ নেই। ভালো জিনিস তৈরি করতে যোগ্য মানুষ প্রয়োজন।’

বাবা আর তার সন্তানের গল্প নিয়ে ‘সিরিয়াস ম্যান’। পরিচালনা করেছেন সুধীর মিশ্র।