চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

রোববার শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোসহ অধ্যক্ষরা কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন।

নানা উদ্যোগেও শিক্ষার্থীদের যখন ক্লাসে ফেরানো যাচ্ছে না তখন রাজধানীর স্কুল এবং কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সঙ্গে করণীয় নিয়ে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে কিছু সুপারিশ তুলে ধরেন শিক্ষকরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে অভিভাবক, স্কুল কমিটিকে সম্পৃক্ত করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। আন্দোলন থেকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষার্থীদের সফল আন্দোলনের বিজয় ধরে রাখতে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: