চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শারমিন সুপ্তা ১৩০*, বাংলাদেশ ৩২২

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন শারমিন আক্তার সুপ্তা। বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ওপেনারের ১৩০ রানের অপরাজিত ইনিংসে টিম টাইগ্রেস পেয়েছে ৩২২ রানের রেকর্ড পুঁজি।

বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১১ রান। সেটি সহজেই পেরিয়ে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তিনশ ছাড়িয়েছে সংগ্রহ। বিশাল পুঁজি গড়ায় বড় অবদান শারমিনের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৪১ বল খেলে শারমিন মারেন ১১টি চার। অপর ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি করেন ৪৭ রান। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৯৬ রান।

মিডলঅর্ডারে ফারজানা হক পিংকি ৬২ বলে ৬৭ রান। তিনে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন ২৬ বলে ৩৩ রানের মারকুটে ইনিংস।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দল কতটা উজ্জীবিত সেটিই বোঝা গেল শারমিন-ফারজানাদের ব্যাটিংয়ে।

পরে বলে এসে প্রতিপক্ষকে ৫২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছে ২৭০ রানের বিশাল জয়।