চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় ঢালিউড তারকা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভ্রাম্যমাণ আদালত। 

শাকিব খানের নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালায় রাজউক। শাকিবের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে তখন কাগজপত্রে অসংলগ্নতা ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করেন।

শাকিব খানকে জরিমানার তথ্যটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন রাজউক-এর জনসংযোগ কর্মকর্তা ও সহকারি পরিচালক আতিকুর রহমান।

এদিকে রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ‘টি-১০’-ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে আসেন শাকিব খান। সেখানে ভারতীয় শিল্পী ও অভিনেতাদের সাথে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন শাকিব।